স্টাফ রিপোর্টার ।।
আগামীকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসের দিন, ঢাকায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মুসলিম জাতীয়তাবাদী আন্দোলনের নতুন সংগঠন ‘জাতীয় বিপ্লবী পরিষদ।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বাদ আছর আনুষ্ঠানিক পথচলা শুরু করবে এ সংগঠন।
জাতীয় বিপ্লবী পরিষদ মূলত ২৪-এর জুলাই বিপ্লবে শামিল হওয়া বিপ্লবীদের দ্বারা গঠিত প্রথম রাজনৈতিক দল। সংগঠনটির লক্ষ্য দক্ষিণ এশিয়ার মুসলমানদের মুক্তির সংগ্রামকে নবায়ন এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও গবেষণাভিত্তিক একটি গণতান্ত্রিক নবযাত্রার সূচনা। সংগঠনটি ১৯০৬ সালে শাহবাগে মুসলিম জাতীয়তাবাদী আন্দোলনের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করবে।
নতুন এ আন্দোলন বাঙালি এবং অন্যান্য জাতিসমূহের সভ্যতাকে মুসলিম সালতানাতের গৌরবময় অতীতের ভিত্তিতে সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছে। ৯২% মুসলমান মুসলিম জাতীয়তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, ও ভাষার মানুষের জন্য সমঅধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে বলে সংগঠনটির ঘোষণায় জানানো হয়েছে।
জাতীয় বিপ্লবী পরিষদ সেক্যুলার জাতীয়তাবাদের নেতিবাচক অভিজ্ঞতা, যেমন ফ্যাসিবাদ, সাম্প্রদায়িকতা, বৈষম্য, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে মুসলিম সালতানাতের সম্প্রীতির আলোকে জনগণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে। এ আন্দোলনের মাধ্যমে বাংলা পুনরায় এশিয়ার শ্রেষ্ঠতম সভ্যতা হিসাবে আত্মপ্রকাশ করবে বলে সংগঠনটি আশা করছে।
এ ঐতিহাসিক ঘোষণায় শামিল হতে আগ্রহীদেরকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।