স্টাফ রিপোর্টার ।।
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি) তাদের সম্প্রচার সেবার মানোন্নয়ন করে হাই ডেফিনেশন (এইচডি) সম্প্রচার শুরু করেছে। এইচডি সম্প্রচারে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রয়োজনীয় কারিগরি ও স্যাটেলাইট ব্যান্ডউইথ প্রদান নিশ্চিত করেছে। সম্প্রতি উভয় পক্ষ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ মুহাম্মদ ইমাদুর রহমান, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটিডের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবির ও ঊর্ধ্বতন ব্যবস্থাপক (ব্রডকাস্ট সার্ভিসেস এন্ড ওভারসিজ সেলস) মোঃ শফিউল আজম।