বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বকশি বাজার মসজিদের জায়গা দখল: এলাকাবাসীর প্রতিবাদ

by ঢাকাবার্তা
বকশি বাজার এলাকাবাসীর প্রতিবাদ

সৈয়দ হাসসান ।। 

রাজধানীর ঐতিহ্যবাহী বকশি বাজার জামে মসজিদের জায়গা দখলমুক্ত করার এবং খতিব ও মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও মুসল্লীরা। শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে ঢাকার বিভিন্ন মসজিদের খতিব ও মুসল্লীরা অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, দুই শত বছরেরও বেশি পুরনো এই মসজিদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল। তবে স্বৈরাচার সরকারের আমলে সিটি কর্পোরেশন মসজিদটি ভেঙে ফেললেও, হাইকোর্টের নির্দেশে সেটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি, বিএনপির একজন তথাকথিত নেতা ও তার অনুসারীরা ৫ আগস্ট মসজিদের জায়গাটি দখল করে নির্মাণকাজে বাধা সৃষ্টি করেন। তারা মসজিদের নির্মাণ সামগ্রী লুট করে শ্রমিকদের ভয় দেখায় এবং নির্মাণাধীন স্থাপনাটিতে তালা ঝুলিয়ে দেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা অবিলম্বে মসজিদের জায়গা ফেরত চাই এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এটি ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।”

বক্তারা সরকার ও বিরোধী দলের কিছু অংশকে দায়ী করে বলেন, “এই দখলদাররা বিএনপি নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাদের কার্যকলাপ ভারতের ব্রাহ্মণ্যবাদীদের সাথে সামঞ্জস্যপূর্ণ।”

নির্মাণাধীন মসজিদ কমিটির আহ্বায়ক মো. জামাল নাসির চৌধুরী, মুফতি এনোয়ার হোসেন, মাওলানা বেলায়েত, মুফতি আব্দুর রহমান সাদীসহ বিভিন্ন মসজিদের খতিব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় বক্তব্য রাখেন।

এই মসজিদকে কেন্দ্র করে চলমান দ্বন্দ্ব দেশের ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। বক্তারা ঘোষণা দেন, যদি সমস্যা সমাধান না হয়, আরও বড় আন্দোলন করা হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net