মুন্সীগঞ্জ প্রতিনিধি ।।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক্সপ্রেসওয়ের পাশে পড়ে আছে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ।
আজ শনিবার সকালে রামের খোলা এলাকার উড়ালসড়কের নিচে লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ বিল্লাল হোসেন জানিয়েছেন, লাশটি কয়েক দিন আগের এবং পচন ধরেছে। পরিচয় শনাক্ত করতে বিশেষজ্ঞ দল কাজ করছে।
স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) মো. নোমান সিদ্দিকি জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। লাশ শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হবে।
গত ৩০ নভেম্বর শ্রীনগর উপজেলায় একই এক্সপ্রেসওয়ের পাশে গুলিবিদ্ধ এক তরুণীর লাশ পাওয়া গিয়েছিল। চার দিনের তদন্তে জানা যায়, সেই তরুণীকে প্রেমিক হত্যা করেছিলেন।