স্টাফ রিপোর্টার ।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অরাজকতার সমাধান জনগণ এবং গণতন্ত্র ছাড়া সম্ভব নয়। দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম এখনই টেনে ধরা না গেলে নারী, কৃষি ও স্বাস্থ্য–খাতে যেকোনো পরিকল্পনাই ভেস্তে যাবে। আর এই সংকট মোকাবিলার সক্ষমতা বিএনপিরই আছে বলে দাবি করেন তিনি।
রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তারেক রহমান। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন জেলা ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলের শীর্ষস্থ নেতারা।
তারেক রহমান বলেন, ‘অনেককে বলতে শুনি, ক্ষমতায় বিভিন্ন দলকে দেখা হয়েছে, এবার অমুককে (জামায়াত) দেখে নেওয়া হোক। কিন্তু যাদের কথা বলা হচ্ছে, দেশের মানুষ তাঁদের ১৯৭১ সালেই দেখেছে—কীভাবে নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। পতিত স্বৈরাচার যেমন ক্ষমতা ধরে রাখতে হাজারো মানুষ হত্যা করেছে, তারাও তেমনই। শুধু হত্যা নয়, তাদের সহকর্মীরা মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে—এই ইতিহাস ভুলে গেলে চলবে না।’
তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বিভিন্ন বিষয়ে ‘টিকিট’ বা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। ‘দোজখ-বেহেশতসহ সবকিছুর মালিক আল্লাহ। যে বিষয়ে কথা বলার অধিকার শুধু আল্লাহর, সেখানে কেউ নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করলে তা শিরকের পর্যায়ে পড়ে,’ মন্তব্য তারেক রহমানের।
বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বৈরাচারের মতো কিছু মানুষ বিএনপিকে এখন সমালোচনা করছে, অথচ বিএনপি সরকারের আমলে তাঁদের দুইজন মন্ত্রী ছিলেন। তারা শেষদিন পর্যন্ত মন্ত্রিসভায় থেকে প্রমাণ করেছেন দুর্নীতির বিরুদ্ধে খালেদা জিয়ার অবস্থান স্পষ্ট ছিল। বিএনপির বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই আদালতে প্রমাণিত হয়নি।’
জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার পতনের দিন মহাসচিব জানতে চেয়েছিলেন জাতীয় সরকার হবে কিনা। তখন আমরা বলেছিলাম—আমরা জনগণের কাছে যাবো। জনগণই আমাদের শক্তির উৎস। আমরা জনগণের আদালতেই দাঁড়াবো।’
ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে—যারা জান্নাত-দোজখের টিকিট বা নিশ্চয়তা বিক্রি করে, তারা শিরক করছে। যারা এসব বিশ্বাস করে, তারাও একই অপরাধে জড়ায়।
তারেক রহমান বলেন, ‘দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই সময়ের দাবি। বিএনপি অতীতে তা করেছে, ভবিষ্যতেও পারবে—ইনশাআল্লাহ। বিএনপি সরকার বিভিন্ন বাহিনী গঠন করে আইনশৃঙ্খলা উন্নত করেছিল। পরে স্বৈরাচার সরকার রাজনৈতিক স্বার্থে তা অপব্যবহার করে।’