সোমবার, মার্চ ১৭, ২০২৫

বেনজীরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

by ঢাকাবার্তা
বেনজীর আহমেদ। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

রোববার দুদকের আবেদনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত দেয়। এরপর তদন্তকারী কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম আদালতে আবেদন করেন, যা অনুমোদিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

গত ১৫ ডিসেম্বর দুদক বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়ের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে চারটি মামলা দায়ের করে। অভিযোগ অনুযায়ী:

  • বেনজীর আহমেদ: ৯.৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২.৬২ কোটি টাকার তথ্য গোপন।
  • জীশান মীর্জা: ৩১.৬৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬.০১ কোটি টাকার তথ্য গোপন।
  • ফারহীন রিশতা বিনতে বেনজীর: ৮.৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ।
  • তাহসীন রাইসা বিনতে বেনজীর: ৫.৫৯ কোটি টাকার অবৈধ সম্পদ।

গত ১৪ অক্টোবর, সরকারি চাকরিজীবী হয়েও বেসরকারি পরিচয়ে সাধারণ পাসপোর্ট নেওয়ার অভিযোগে বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়।

২০২৩ সালের ১২ জুন আদালত বেনজীর ও তার পরিবারের নামে থাকা ৮টি ফ্ল্যাট, ২৫ একর ২৭ কাঠা জমি, ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব জব্দের আদেশ দেন।

নতুন আদেশের ফলে বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net