শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

ভুয়া কাগজপত্রে বসবাস : গুজরাটে ৫ শতাধিক বাংলাদেশি আটক

by ঢাকাবার্তা
গুজরাট পুলিশের লোগো

ডেস্ক রিপোর্ট ।। 

ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গত রাতভর চলা অভিযানে সুরাট ও আহমেদাবাদ থেকে এদের আটক করা হয়।

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংভি জানান, রাতের অভিযানে এক হাজারেরও বেশি মানুষ আটক হয়েছে। আটক বাংলাদেশিদের মধ্যে অনেকে মাদক ব্যবসা ও মানবপাচারের মতো অপরাধে জড়িত। তিনি বলেন, “আমরা দেখেছি, এর আগে গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশির মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেল হিসেবে কাজ করছিলেন।” বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সব কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সুরাট শহর থেকে প্রায় ১০০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। ডেপুটি পুলিশ কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, “এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথি নিয়ে বসবাস করছিলেন। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।”

এদিকে, আহমেদাবাদের চান্দোলা এলাকা থেকে প্রায় ৪৫০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) শরদ সিঙ্ঘল জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের আটক করা হয়েছে। তিনি জানান, এর আগে ২০২৪ সালের এপ্রিল থেকে দু’টি পৃথক মামলায় ১২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং ৭৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

এছাড়া, ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। পাশাপাশি, দেশের প্রতিটি রাজ্যকে নিশ্চিত করতে বলা হয়েছে, কোনো পাকিস্তানি নাগরিক ভারতে যেন না থাকে। একইসঙ্গে, কেন্দ্র সরকার অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net