এক্সপ্রেস ট্রিবিউন, ইসলামাবাদ ।।
পেহেলগামে (পেহেলগাম) পর্যটকদের প্রাণঘাতী হামলার ঘটনায় ভারত সরকার পাকিস্তানকে সরাসরি দায়ী করায় দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতের সাম্প্রতিক বিবৃতি ও পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক ডার বলেন, “ভারতের এই সিদ্ধান্তগুলো অবিচারমূলক এবং ভিত্তিহীন। কোনো প্রমাণ ছাড়াই তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন চরম অবস্থান নিয়েছে।”
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ডার লেখেন, “প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ বৃহস্পতিবার সকাল ২৪ এপ্রিল ২০২৫-এ এনএসসি বৈঠক ডেকেছেন, ভারতের আজকের বিবৃতির জবাব দেওয়ার লক্ষ্যে।”
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে এক বিবৃতিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার ঘটনায় প্রাণ হারানো পর্যটকদের জন্য শোক প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, “আমরা ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে হামলায় পর্যটকদের নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিহতদের স্বজনদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
সরকারঘনিষ্ঠ সূত্র জানায়, ভারতীয় “অভিনয়ের” বিরুদ্ধে পাকিস্তান কূটনৈতিকভাবে কঠোর প্রতিক্রিয়া জানাবে। “মোদি সরকারের অপপ্রচার আন্তর্জাতিক ফোরামে উন্মোচিত হবে এবং ভারতের প্রতিটি ষড়যন্ত্রকে আমরা বিশ্বপর্যায়ে প্রতিহত করবো,” বলেন এক সরকারি কর্মকর্তা।
সূত্র আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনেই যেকোনো ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হবে। সরকার ইতোমধ্যে ভারতের আগের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং এবারের অভিযোগও অপ্রমাণিত বলেই চিহ্নিত করছে।