ডেস্ক রিপোর্ট ।।
কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের নেওয়া কড়া পদক্ষেপের পাল্টায় পাকিস্তান আজ সাত দফা প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াগা সীমান্তচৌকি বন্ধ, সার্ক ভিসা বাতিল, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার ও ভারতীয় বিমান সংস্থার জন্য আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা।
আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে সিদ্ধান্তগুলোর ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে ‘একতরফা ও অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, এই চুক্তি একটি বাধ্যবাধকতামূলক আন্তর্জাতিক চুক্তি এবং এতে একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই। পাকিস্তান হুঁশিয়ার করে বলেছে, এই চুক্তির অধীনে পাকিস্তানের অধিকার ক্ষুণ্নের যেকোনো চেষ্টা যুদ্ধের শামিল হবে, এবং তারা সর্বোচ্চ শক্তি দিয়ে এর জবাব দেবে।
এছাড়া পাকিস্তান জানিয়েছে, ভারতের বেপরোয়া আচরণ আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব ও দ্বিপক্ষীয় চুক্তির পরিপন্থী। এর প্রতিবাদে তারা ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করার অধিকার প্রয়োগ করবে, যা সিমলা চুক্তি পর্যন্তও গড়াবে। এই স্থগিতাদেশ চলবে যতদিন না ভারত সন্ত্রাসবাদ উসকে দেওয়া, সীমান্ত হত্যা বন্ধ এবং কাশ্মীর বিষয়ে জাতিসংঘের প্রস্তাব মানতে সম্মত হয়।
ওয়াগা সীমান্তচৌকি অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে ভারত থেকে সব ধরনের চলাচল বন্ধ থাকবে। যাঁরা বৈধভাবে প্রবেশ করেছেন, তাঁদের ৩০ এপ্রিলের আগেই পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছে।
সার্ক ভিসায় থাকা ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিখ ধর্মাবলম্বীরা এই আদেশের আওতামুক্ত থাকবেন।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তানের সরকার, সেনা ও গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয়রা
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (persona non grata) ঘোষণা করে তাঁদের অবিলম্বে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। তাঁদের সহায়ক কর্মীরাও দেশে ফিরবেন।
হাইকমিশনের স্টাফ সংখ্যা ৩০–এ নামিয়ে আনতে বলেছে পাকিস্তান, যা বাস্তবায়নের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত।
এছাড়া ভারতীয় মালিকানাধীন কিংবা ভারত থেকে পরিচালিত সব বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ, পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও পাকিস্তানের ভেতর দিয়ে ভারতের তৃতীয় কোনো দেশের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্তও জানিয়েছে।