শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

পাক বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় এসে পৌঁছেছেন

by ঢাকাবার্তা
জাম কামাল খান ও শেখ বশির উদ্দিন

স্টাফ রিপোর্টার ।।

পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বুধবার চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন। তাঁর এ সফর ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে।

ঢাকায় পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান বাংলাদেশ সরকারের বাণিজ্য বিষয়ক মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এ সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।

সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ খাতে নতুন সহযোগিতার সুযোগ খোঁজা হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net