রবিবার, আগস্ট ৩, ২০২৫

সংসদীয় আসন ফিরছে ২০০১-এর সীমানায়

by ঢাকাবার্তা
জাতীয় সংসদ ভবন

স্টাফ রিপোর্টার ।। 

বাংলাদেশের সংসদীয় আসনগুলো পুনরায় ২০০১ সালের সীমানায় ফিরে যাচ্ছে। এতে ঢাকার মতো কিছু জেলায় আসন সংখ্যা বাড়তে পারে, আবার কিছু জেলায় কমে যেতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন এলাকাকে সর্বোচ্চ ১০টি আসনে ভাগ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সাতক্ষীরা, বরগুনা, সিরাজগঞ্জ, ও কুমিল্লায় আসন বাড়তে পারে। অন্যদিকে গাজীপুর, রাজশাহী, ও চট্টগ্রামে আসন কমানোর সম্ভাবনা রয়েছে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা পুনর্বিন্যাসে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তৎকালীন কমিশনকে নিয়ে বিতর্ক রয়েছে, যেখানে বিএনপির ভোটব্যাংক ধ্বংসের অভিযোগ ওঠে।

বর্তমান কমিশন জিআইএস পদ্ধতিতে সীমানা পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। জনসংখ্যা ও প্রশাসনিক সীমারেখা বিবেচনায় রেখে পুরোনো সীমানায় ফিরতে কাজ করছে। বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে ৬৩টি অভিযোগ জমা পড়েছে।

কমিশনের প্রাথমিক বিশ্লেষণে সাতক্ষীরা, সিরাজগঞ্জ, ও বরগুনার মতো জেলাগুলোর আসন বাড়ানোর কথা বলা হয়েছে। ঢাকার দোহার ও নবাবগঞ্জ পৃথক আসন হিসেবে পুনঃস্থাপনেরও প্রস্তাব রয়েছে।

ইসির কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, “পুরোনো সীমানায় ফিরে গেলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে।” তবে আইনগত সীমাবদ্ধতাও রয়েছে।

এই পরিবর্তন আসন্ন সংসদ নির্বাচনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net