ডেস্ক রিপোর্ট ।।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান পাসে যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলা চালিয়ে ট্রেনটি টানেলের ভেতর আটকায় হামলাকারীরা, যাত্রীদের জিম্মি করে রাখে। নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩ জঙ্গি নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে, সূত্র জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে সন্ত্রাসীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছে এবং তীব্র গোলাগুলির মধ্যে রয়েছে। আহত যাত্রীদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে ৮০ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে। বাকিদের মুক্ত করতে অভিযান চলছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, টানেল নং ৮-এর ভেতরে জাফর এক্সপ্রেস থামিয়ে যাত্রীদের জিম্মি করা হয়েছিল। প্রতিকূল ভূপ্রকৃতি ও দুর্গম এলাকার বাধা সত্ত্বেও বাহিনী দ্রুত অভিযান শুরু করে।
সূত্র জানায়, সন্ত্রাসীরা আফগানিস্তানে থাকা তাদের মূল পরিকল্পনাকারীর সঙ্গে যোগাযোগ করছে এবং নারী-শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে, যা অভিযানের গতি কিছুটা মন্থর করেছে।
এদিকে, হামলার পর ভারতীয় ও রাষ্ট্রবিরোধী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। পুরোনো ভিডিও, এআই-নির্মিত কন্টেন্ট, ভুয়া পোস্টার ও মেসেজের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে।
বেলুচিস্তান সরকার ঘটনার পরপরই উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং সিবি হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে। তবে দুর্গম এলাকার কারণে উদ্ধার তৎপরতায় কিছুটা ব্যাঘাত ঘটছে। রেল বিভাগও অতিরিক্ত ট্রেন পাঠিয়েছে।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার নিন্দা জানিয়ে বলেন, “নিরীহ যাত্রীদের ওপর গুলি চালানো বর্বরতা, যারা এমন জঘন্য কাজ করে, তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।”