শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

যুদ্ধের প্রস্তুতি ছাড়া শান্তি সম্ভব নয় : প্রধান উপদেষ্টা

by ঢাকাবার্তা
আকাশ বিজয় অনুশীলনের ফটোসেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

বিশেষ প্রতিনিধি ।।

কাশ্মীরের সাম্প্রতিক হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনার মাত্রা চরমে। ঠিক এমন সময়েই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ এবং বাস্তববাদী বার্তা দিয়েছেন—যুদ্ধ না চাইলেও, যুদ্ধের হুমকির মুখে দাঁড়িয়ে প্রস্তুতি ছাড়া চলা অসম্ভব।

বুধবার ‘আকাশ বিজয়-২০২৫’ নামের বার্ষিক বিমান মহড়ার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে।”

ড. ইউনূস নিজেকে যুদ্ধবিরোধী মানুষ হিসেবে চিহ্নিত করলেও, তিনি কেবল আদর্শবাদে সীমাবদ্ধ থাকেননি। বরং শান্তিকে সংরক্ষণের জন্য প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। অনেকেই মনে করেন, যুদ্ধের প্রস্তুতি নেওয়াটাই যুদ্ধকে উসকে দেয়। কিন্তু ইউনূস এই ধারণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, “যুদ্ধের প্রস্তুতিই যুদ্ধ ডেকে আনে”—এই কথাটাই এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। আধুনিক কূটনীতিতে ‘ডিটারেন্স’ বা প্রতিরোধই শান্তি রক্ষার গুরুত্বপূর্ণ অস্ত্র।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের উপর এর প্রভাব পড়বে—বিশেষ করে বাংলাদেশে। কাশ্মীর নিয়ে উত্তেজনা এখন আর শুধু সীমান্তের ব্যাপার নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে পরিণত হয়েছে। চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মত শক্তিধর রাষ্ট্রগুলোও এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে সরব। এই প্রেক্ষাপটে ইউনূসের বার্তাটি কেবল প্রতিক্রিয়াশীল নয়, বরং এক দূরদর্শী অবস্থান।

প্রধান উপদেষ্টার মতে, “প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী, আর আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নেই।” এ বক্তব্যে একটি স্পষ্ট কৌশলগত বার্তা আছে—বাংলাদেশকে শুধু শান্তির কথা বললেই চলবে না, শান্তি রক্ষা করতে যে শক্তি ও সংহতি দরকার, সেটিও গড়ে তুলতে হবে।

ইউনূস বিগত সরকারের “লুটপাট” এবং নিরাপত্তা খাতে অব্যবস্থাপনাকেও দায়ী করেছেন। সাফ জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে একটি সমন্বিত রাষ্ট্রীয় কৌশল ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। শান্তির পথে হাত বাড়িয়ে রাখার পাশাপাশি শক্তিশালী প্রস্তুতিও রাখতে হবে—এটাই তার বার্তার মূল দর্শন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net