চট্টগ্রাম প্রতিনিধি ।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি বহরের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলিম জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি ট্রাক জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে গাড়ি বহরের সদস্যরা এটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন।
আহমদ উল্লাহ সাকিব নামের এক শিক্ষার্থী বলেন, “শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বহরের ওপর ট্রাক উঠিয়ে হত্যা চেষ্টা করা হয়। আমরা মোটরসাইকেলে ট্রাকটি থামানোর চেষ্টা করলে আমাদেরকেও চাপা দেওয়ার চেষ্টা করা হয়।”
এ বিষয়ে তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা করছে।