স্টাফ রিপোর্টার ।।
ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০২ মার্চ ২০২৫) মধ্যরাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানা এলাকায় দুই পালায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি এবং দিনে ৩২৭টি টহল পরিচালিত হয়। মোবাইল পেট্রোল টিম ছিল ৪৭৯টি, ফুট পেট্রোল ৭৩টি এবং মোটরসাইকেল পেট্রোল টিম ১১৫টি। এছাড়া ৭১টি চেকপোস্ট বসানো হয়।
ডিএমপির টহলের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ টহল পরিচালিত হয়। এতে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি-টেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি ও রাতে র্যাবের ১০টি টহল অংশ নেয়। পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করে।

ঢাকা মহানগরে পুলিশের টহল জোরদার, গ্রেফতার ১৬০
সাঁড়াশি অভিযানে গ্রেফতার হওয়া ১৬০ জনের মধ্যে ছয়জন ডাকাত, ১৭ জন ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ১৮ জন চোর, ২০ জন মাদক কারবারি ও ১৯ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। অভিযানে তিনটি চাকু, দুটি সুইচ গিয়ার, একটি দা, তিনটি লোহার রড, ছয়টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া ৫,০৩০ পিস ইয়াবা ও এক কেজি ৫৮৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি।