স্টাফ রিপোর্টার ।।
জাফর ওয়াজেদসহ ২০ সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (PID)। গতকাল সোমবার এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
যেসব সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, তাঁরা হলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ (Zafar Wazed), নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ (Shaban Mahmood), একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু (Mozammel Babu) ও বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা (Farzana Rupa), ওমেননিউজ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক ফরিদা ইয়াসমিন (Farida Yasmin), দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাস চন্দ্র সিংহ রায়, ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বোরহান কবীর (Syed Borhan Kabir), এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা (Munni Saha), আমাদের সময় ডটকমের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক মুখপাত্রের সম্পাদক মুহাম্মদ জামাল হোসাইন, দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি ফরাজী আজমল হোসেন, একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ (Shakil Ahmed), দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন (Arifur Rahman Dolor), বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ (Abul Kalam Azad), ফ্রিল্যান্স সাংবাদিক মিথিলা ফারজানা (Mithila Farzana), বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা (Pranab Saha)।