রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ইউনাইটেড গ্রুপের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

by ঢাকাবার্তা
ভাটারা থানাধীন মাদানী এভিনিউর নেপচুন সিটি প্রকল্পে আয়োজিত এক সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ।। 

হাসিনা সরকারের সর্বোচ্চ শক্তির অপব্যবহার করে জালিয়াতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন এমএমএ কাদের নামে এক ভুক্তভোগী। তিনি ইউনাইটেড গ্রুপের বিচার চেয়ে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভাটারা থানাধীন মাদানী এভিনিউর নেপচুন সিটি প্রকল্পে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই দাবি জানান।

লিখিত বক্তব্যে এমএমএ কাদের বলেন, ‘২০০৪ সালে ইউনাইটেড গ্রুপের নেপচুন সিটির সাতারকুল মৌজার ১০৩, ১০৬ ও ১১১ নম্বর রোডের ৪১, ৩৯, ১২ নম্বর প্লটে দুই বিঘা এবং কাঠালদিয়া মৌজার ১০৩ ও ১০৮ নম্বর রোডের ৫১ নম্বর প্লটে এক বিঘা জমি ক্রয় করেন। কর্তৃপক্ষ প্রথমে তাদের প্লট বুঝিয়ে দেয়। এরপর দলিল করে দেওয়ার পর থেকে তিনি ওই জমিতে বিলাসবহুল ভবন (নির্মানাধীন) ও ব্যবসা প্রতিষ্ঠান করে ভোগ দখল করে আসছেন। নিয়মিতভাবে জমির খাজনা ও অন্যান্য খরচ বহন করে আসছেন।

তিনি বলেন, চারতলা ভবনের কাজ কিন্তু জমির মুল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় ১৬ বছর পর ২০২০ সালের ৪ অক্টোবর হঠাৎ করে ইউনাইটেড গ্রুপ তার ৫১ নম্বর প্লটে থাকা সকল স্থাপনা সরিয়ে ফেলতে বলে। কিন্তু তাতে রাজি হইনি। পরে ওই মাসের ১১ তারিখ কাউকে কিছু না বলে বুলডোজার দিয়ে সমস্ত স্থাপনা গুড়িয়ে দেয় ইউনাইটেড কর্তৃপক্ষ। অপর প্লটে ১২ বছর আগে ভবন নির্মানের কাজ শুরু করলেও আংশিক জমির নামজারি না করে দেওয়ায় ভবনের কাজ শেষ করতে পারছি না।

তিনি বলেন, এই ব্যপারে আদালতে মামলা করা হলে সাবেক সরকারের উচ্চ পর্যায়ের নেতা, পিবিআইর সাবেক প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে হুমকি দিতে থাকে। এমনকি শীর্ষ সন্ত্রাসী জিসানের নাম ব্যবহার করে পরিবারের সদস্যসহ আমাকে হত্যা করে ওই জমির মাটিতে পুঁতে ফেলার হুমকি দিতে থাকে। এতে ভয়ে আমার দুই ছেলে বিদেশ পালিয়ে যেতে বাধ্য হন। বিচারের আশায় সরকারের বিভিন্ন সংস্থার দ্বারেদ্বারে ঘুরলেও কোনো লাভ হয়নি।

এমএমএ কাদের বলেন, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। কিন্তু অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টামন্ডলীর কর্মকান্ড দেখে অনেকের মতো আমিও ন্যায় বিচার পাওয়ার আশায় বুক বেধেছি। তারা পুরো ঘটনাটি তদন্ত করে ন্যায় বিচারের ব্যবস্থা করবেন এটা আমাদের কাম্য।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net