স্টাফ রিপোর্টার ।।
৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে ওই দিন বিকেল ৩টায় এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণাপত্র উন্মোচন করা হবে।
শনিবার সন্ধ্যায় সংগঠন দুটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে পরপর দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো?’ পরের পোস্টে ইংরেজিতে লেখা হয়, ‘Proclamation of July Revolution’।
একই সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে দুটি পোস্ট দেন। প্রথমটিতে লেখা হয়, ‘Comrades, now or never’। দ্বিতীয়টিতে উল্লেখ করা হয়, ‘Proclamation of July Revolution’।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনও একই রকম পোস্ট দিয়ে জানান, ‘৩১ ডিসেম্বর, শহীদ মিনার, বিকেল ৩টা; Proclamation of July Revolution’।
তবে ঘোষণাপত্রের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সংগঠন দুটি। অনানুষ্ঠানিকভাবে নেতারা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আদলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি হচ্ছে। এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর দিকনির্দেশনা থাকবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ৮ সেপ্টেম্বর গঠিত হয় জাতীয় নাগরিক ক