স্টাফ রিপোর্টার ।।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছেন অধ্যাপক সি আর আবরার। সরকারি সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক ও মানবাধিকারকর্মী শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আগামীকাল বুধবার তাঁর শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
সরকারি পরিবহন বিভাগ জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল একটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
বর্তমানে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সময়ের সঙ্গে নতুন উপদেষ্টারা যুক্ত হয়েছেন, বর্তমানে এই সরকারের সদস্যসংখ্যা ২১।
ড. চৌধুরী রফিকুল আবরার রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (RMMRU)-এর নির্বাহী পরিচালক। তিনি চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র রোহিঙ্গা শরণার্থী, স্বল্পমেয়াদি শ্রম অভিবাসন এবং বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী ক্যাম্পবাসীদের নাগরিকত্ব পরিস্থিতি। শ্রম নিয়োগ শিল্প, সামাজিক সুরক্ষা ও রোহিঙ্গা শরণার্থীদের অধিকার বিষয়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা করেছেন।
আবরার বাংলাদেশে ক্যাম্পবাসী উর্দুভাষী তরুণদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি এক রিট আবেদন দায়ের করে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজা ভোগের পরও বন্দি থাকা রোহিঙ্গা শরণার্থীদের মুক্তি নিশ্চিত করেন। এছাড়া, অবৈধভাবে আটক ও অভিযোগের মুখে থাকা ২০০-র বেশি ফেরত অভিবাসীর মুক্তির জন্যও একটি রিট আবেদন দাখিলের প্রক্রিয়া তত্ত্বাবধান করেন। অভিবাসন ও অধিকার সংক্রান্ত বিষয়ে তিনি নিয়মিতভাবে দ্য ডেইলি স্টার-এ লেখালেখি করেন।
কবি ও লোকশিল্প গবেষক আশরাফ সিদ্দিকীর কন্যা তাসনীম আরেফা সিদ্দিকী হলেন সি আর আবরারের সহধর্মিণী।