ঢাবি প্রতিনিধি ।।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রাজু ভাস্কর্যের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন।
সমাবেশে সমন্বয়ক মাহিন সরকার বলেন, “শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ভারতীয় আগ্রাসন মেনে নেব না। ভারত যেন আর আওয়ামী লীগের আমলের মতো এদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা না করে। আমরা ব্রিটিশ শাসন ও পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়েছি। দেশের স্বার্থে আমরা আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী জয় পাল বলেন, “আমাদের একটাই পরিচয়—আমরা বাংলাদেশি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারতে বাংলাদেশের হাইকমিশনের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই প্রতিবাদে জগন্নাথ হল থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। আমাদের দালাল বলার ষড়যন্ত্র মিথ্যা।”
বিক্ষোভ শেষে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার সংকল্প ব্যক্ত করেন।