রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

জাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

by ঢাকাবার্তা
জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি ।।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’—এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি সাভার ও আশুলিয়ার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল, যারা দীর্ঘদিন ধরে দমন-পীড়ন চালিয়ে আসছে। তাঁরা সরকারের প্রতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ঠিক করবে বাংলাদেশের ছাত্র-জনতা, কোনো বিদেশি শক্তির প্রেসক্রিপশন নয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই। এরপর থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net