ঢাকাবার্তা ডেস্ক ।।
পাকিস্তানের পাঞ্জাব সরকার মঙ্গলবার থেকে স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি ও বেসরকারি উভয় ধরনের স্কুলে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সকল জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, শিক্ষকদের জন্য পোশাকবিধিও নির্ধারণ করা হয়েছে। স্কুলের সময় তারা সঠিক পোশাক, জুতা ও ঘড়ি পরবেন।
পাঞ্জাব স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সূত্রে জানা গেছে, শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের অভ্যাসের কারণে সময় নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এক সিনিয়র কর্মকর্তা জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার প্রবণতা গুরুতর সমস্যার সৃষ্টি করছিল।
এই পরিস্থিতিতে জেলা শিক্ষা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে সরকারের পক্ষ থেকে ২০টি নির্দেশনা পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রক থেকে প্রস্তুতকৃত নির্দেশনাগুলো শিক্ষার্থীদের শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে। শিক্ষকদের মোবাইল ফোন প্রশাসনিক দপ্তরে জমা দিতে হবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার ফোন জব্দ করা হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুল ব্যাজ ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা নেভি ব্লু সোয়েটার পরবে এবং যাদের ইউনিফর্ম থাকবে না, তাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না। সব স্কুলকে সময়সূচি প্রদর্শন করতে বলা হয়েছে। শৃঙ্খলা রক্ষার জন্য ক্লাস প্রতিনিধিদের নির্বাচন করতে হবে। স্কুলে দেশপ্রেমমূলক স্লোগানও প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রেণিতে শিক্ষার্থীরা খাতায় লিখবে এবং শিক্ষকেরা বোর্ডের এক কোণায় উপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা লিখবেন।
পাঞ্জাব টিচার্স ইউনিয়নের মহাসচিব রানা লিয়াকত আলি বলেন, প্রদেশজুড়ে শিক্ষকরা ইতোমধ্যে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকেন এবং এই নিষেধাজ্ঞা একটি ইতিবাচক পদক্ষেপ।