ঢাকাবার্তা ডেস্ক ।।
ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। যদিও যুদ্ধ মূলত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে, এর মধ্যে অনেক দেশ পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের ওপর হামলা চালানোর জন্য পশ্চিমা দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানোর সিদ্ধান্ত নিলে তিনি পিছপা হবেন না।
গত মঙ্গলবার ও বুধবার ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায়, প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাশিয়া নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের নিপ্রো শহরে হামলা চালায়। পুতিন জানান, এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম।
এদিকে, ইউক্রেনের মিত্র দেশগুলো ইউক্রেনের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে। ন্যাটো বলেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুদ্ধের গতি পরিবর্তিত হবে না। পাশাপাশি, ব্রিটেনের সাহায্যে ইউক্রেনও রাশিয়ায় হামলা চালিয়েছে, যা যুদ্ধকে আরও জটিল করে তুলেছে।
এছাড়া, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে কিছু গ্রাম দখল করেছে, তবে ইউক্রেনের বাহিনীও প্রতিরোধ করছে। রাশিয়ার সামরিক বাহিনী এখন সুমি শহরের দিকে ড্রোন হামলা চালিয়েছে, যাতে দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।