ডেস্ক রিপোর্ট ।।
চ্যাম্পিয়নস ট্রফিতে আজ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। তবে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে এই লড়াইয়ে। গতকাল রাত থেকে বৃষ্টি চলছে, এখনো থামার লক্ষণ নেই। স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও দুর্বল, ফলে ম্যাচ শুরু হওয়া নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত
সর্বশেষ পাওয়া তথ্যমতে, মাঠ সম্পূর্ণভাবে কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করেছেন, তবে খেলা শুরুর বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। স্থানীয় বাসিন্দা হামজা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ভারী বর্ষণও হয়েছে।
পাকিস্তানের দলীয় সংকট
পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ জানিয়েছেন, দলের পারফরম্যান্স সন্তোষজনক হয়নি। তিনি বলেন, “আমরা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু এই টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স হতাশাজনক। চোটের কারণে সাইম এবং ফখরকে হারানো বড় ধাক্কা ছিল।” পাকিস্তানের সমালোচকরা মনে করছেন, দল নির্বাচন থেকে শুরু করে পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। আমিত নামের একজন ক্রিকেট বিশ্লেষক বলেছেন, “পাকিস্তানের তিনটি মূল সমস্যা— ১. ইচ্ছাশক্তির অভাব, ২. কোনো বিকল্প পরিকল্পনা নেই, ৩. ব্যালান্সহীন দল।”
বাংলাদেশের বিদায় নিশ্চিত
বাংলাদেশও তাদের প্রথম দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার, তবে আবহাওয়া যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেটাও আর মাঠে গড়াবে না।
সমর্থকদের হতাশা
পাকিস্তানের ক্রিকেটভক্ত ওয়াকাস জানিয়েছেন, “স্টেডিয়ামের বাইরে এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা পিন্ডির সমর্থকদের জন্য দুর্ভাগ্যজনক।” অন্যদিকে, একজন সমর্থক মাডি মন্তব্য করেছেন, “এই আবহাওয়া পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি। কিছুই ঠিকমতো হয়নি।”