৭৫
ঢাকাবার্তা ডেস্ক ।।
ভারতের কিংবদন্তী শিল্পপতি, টাটা গ্রুপ ও টাটা সন্সের সাবেক চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। বুধবার দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এই শিল্পপতিকে বয়সজনিত অসুস্থতার কারণে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।