বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বাশার আল-আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া

by ঢাকাবার্তা
ভ্লাদিমির পুতিন ও বাশার আল আসাদ। ফাইল ফটো

ঢাকাবার্তা ডেস্ক ।। 

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ পরিবারসহ রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থান করছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাঁদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তি।

বিদ্রোহীদের ১২ দিনের অভিযানে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল হওয়ার পর রোববার আসাদের শাসনের অবসান ঘটে। বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পর আসাদ দেশত্যাগে সম্মত হন বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বাবার মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল-আসাদ। শুরুতে সংস্কারপন্থী অবস্থান নিলেও পরবর্তীতে কর্তৃত্ববাদী শাসক হিসেবে পরিচিত হন। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন-পীড়নের অভিযোগ রয়েছে। ২০১১ সালের ‘আরব বসন্তে’ শুরু হওয়া বিক্ষোভ ক্রমে গৃহযুদ্ধে রূপ নেয়। রাশিয়া ও ইরানের সমর্থনে এতদিন ক্ষমতায় ছিলেন তিনি।

বাশার আল-আসাদ পরিবার। ফাইল ফটো

বাশার আল-আসাদ পরিবার। ফাইল ফটো

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনীতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার ঘটনাপ্রবাহ পুরো অঞ্চলের নিরাপত্তায় কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা জরুরি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net