শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

সাদিক কায়েম

নবনির্বাচিত ডাকসু ভিপি

by ঢাকাবার্তা
ডাকসুর ভিপি পদে জয়ী শিবিরের সাদিক কায়েম

প্রোফাইল ডেস্ক ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন আলোচিত শিক্ষার্থী মো. আবু সাদিক কায়েম। তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ।

সাদিক কায়েম খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসা করেন। ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।

শিক্ষাজীবনে তিনি খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসা থেকে দাখিল এবং চট্টগ্রামের বায়তুশ শরফ থেকে আলিম পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৩.৭৮ পেয়ে বিভাগে তৃতীয় হন এবং স্নাতকোত্তরেও ভালো ফলাফল করেন বলে জানা গেছে।

ছাত্ররাজনীতিতে তার সক্রিয়তা নতুন নয়। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাবি ক্যাম্পাসে ১০ ছাত্র সংগঠনের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের বৈঠকে ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে সংস্কারের দাবি তোলেন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিজেকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন।

শিক্ষাজীবনে সাদিক কায়েম বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি, হিল সোসাইটির প্রতিষ্ঠাতা, সেভ ইয়ুথ–স্টুডেন্টস অ্যাগেইনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিটেটর, সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net