স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন যে তাঁকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট পক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চিন্ময় কৃষ্ণ দাসকে আজ সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর চট্টগ্রামে যাওয়ার কথা থাকলেও এর আগে ডিবি তাঁকে নিয়ে যায়।
তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খান রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন। অভিযোগটি গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর তোলা হয়।
চিন্ময় কৃষ্ণ দাস সম্প্রতি বহিষ্কৃত হয়েছেন ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ থেকে। তিনি বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে সক্রিয় ছিলেন এবং জোটের আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদারসহ নেতারা এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, এ ঘটনা মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার ক্ষুণ্ন করছে। তাঁরা দ্রুত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছেন।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং সম্মিলিত সংখ্যালঘু জোট সম্প্রতি একত্র হয়ে সনাতনী জাগরণ জোট নামে কর্মসূচি শুরু করে। চিন্ময় কৃষ্ণ দাস এসব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁর গ্রেপ্তার দেশের সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।