বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বাংলাদেশে এলএনজি সরবরাহকারীর তালিকায় সৌদি আরামকো

by ঢাকাবার্তা
আরামকো

সৈয়দ হাসসান ।। 

বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহকারীর তালিকায় নতুন করে যুক্ত হয়েছে সৌদি আরামকো। সৌদি আরবের এই জ্বালানি জায়ান্ট মূলত আরামকো ট্রেডিং কোম্পানি নামক বাণিজ্যিক শাখার মাধ্যমে বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে।

সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল এবং গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত হয় ১৯৩৩ সালে এবং এর সদর দপ্তর অবস্থিত ধাহরানে। প্রতিষ্ঠানটি বৈশ্বিক জ্বালানি খাতের নেতৃত্বদানকারী একটি নাম, যা তেল ও গ্যাসের উত্তোলন থেকে শুরু করে পরিশোধন এবং সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে কার্যক্রম পরিচালনা করে।

আরামকো ট্রেডিং কোম্পানি আন্তর্জাতিক বাজারে জ্বালানি এবং রাসায়নিক পদার্থ সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি কাতার, ওমান এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সফলভাবে এলএনজি সরবরাহের জন্য সুপরিচিত। বাংলাদেশের তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এশিয়ার বাজারে নিজের অবস্থান আরও সুসংহত করতে পারবে।

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “আরামকোর মতো বড় প্রতিষ্ঠান এলএনজি সরবরাহে যুক্ত হওয়ায় বাংলাদেশের জ্বালানি বাজার আরও প্রতিযোগিতামূলক হবে এবং খরচ কমানোর সুযোগ তৈরি হবে।”

বাংলাদেশ প্রতিবছর প্রায় ১০০টি এলএনজি কার্গো আমদানি করে। এর অর্ধেকের বেশি আসে কাতার ও ওমান থেকে চুক্তিভিত্তিক সরবরাহের আওতায়। বাকিটা স্পট বাজার থেকে কেনা হয়।

নতুন তালিকায় সৌদি আরামকোর পাশাপাশি শেল, বিপি, এবং গ্লেনকোরের মতো জ্বালানি জায়ান্টগুলোও রয়েছে। এর আগে ভিটল, গুনভর, এবং এক্সিলারেট এনার্জি স্পট বাজারে এলএনজি সরবরাহ করে আসছিল। নতুন তালিকা করার ফলে স্পট বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net