টাঙ্গাইল প্রতিনিধি ।।
টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বিকেলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিদপ্তর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে লাজ ফার্মায় নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সেদিন রাতেই দোকানে অভিযান চালিয়ে কিছু সন্দেহজনক ওষুধ জব্দ করা হয়। পরবর্তী তদন্ত ও পরীক্ষায় সেগুলো নকল প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাজারে ভেজাল ও অনিয়মিত ওষুধের সরবরাহ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ছেন।
অন্যদিকে, লাজফার্মার পক্ষ থেকে দাবি করা হয়েছে—তাদের সাপ্লায়ার প্রতিনিধি প্রতারণা করেছেন এবং ভুলবশত এসব ওষুধ দোকানে ঢুকে গেছে।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করা হয়েছে, আর ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।” তিনি আরও জানান, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা সহায়তা করেছেন।
দেশের অন্যতম বৃহৎ ফার্মেসি চেইন লাজফার্মা ১৯৭০–এর দশকে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তাদের নিজস্ব ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে প্রায় ৭০টি শাখা রয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ লুৎফর রহমান দীর্ঘদিন ধরে মানসম্মত ওষুধ সরবরাহে নীতি–নিষ্ঠতার কথা বলে আসছেন, যদিও অতীতে তাদের কিছু শাখায় অনিয়মের অভিযোগে জরিমানার ঘটনাও ঘটেছে।