স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হবে। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিবের বক্তব্য:
তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট। তাঁর বিরুদ্ধে গণহত্যার নির্দেশনা, গুম, এবং বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এসব অপরাধের জন্য তাঁকে দেশে ফিরিয়ে এনে জবাবদিহির আওতায় আনা হবে। তবে এ জন্য ভারতের সঙ্গে থাকা বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় নির্ধারিত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে।
আইন উপদেষ্টার মতামত:
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হলে প্রত্যর্পণের আবেদন আরও জোরালো হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক:
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সফর নিয়ে শফিকুল আলম আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগ থাকা দুই দেশের সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আরও শক্তিশালী হবে।
পটভূমি:
শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি শ্বেতপত্রে তার সরকারের সময় বিপুল অর্থ পাচার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ছাত্র-জনতার বিপ্লবের সময় গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।