ডেস্ক রিপোর্ট ।।
- দক্ষিণ আফ্রিকা ১৮১/৩ (ভ্যান ডার ডুসেন ৭২*, ক্লাসেন ৬৪, আর্চার ২/৫৫)
- ইংল্যান্ড ১৭৯ (রুট ৩৭, আর্চার ২৫, মুল্ডার ৩/২৫, ইয়ানসেন ৩/৩৯)
টুর্নামেন্টের সবচেয়ে রানসমৃদ্ধ ভেন্যু করাচিতে টস জিতে ব্যাটিং নেওয়ার পরও ইংল্যান্ড খেলেছে দিশেহারা এক দল হিসেবে। অযথা শট খেলে উইকেট বিলিয়ে দেওয়ার পাশাপাশি মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে যায় তারা।
অসুস্থতা ও ইনজুরিতে ভুগলেও দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং ছিল নিখুঁত। ক্যাচিংয়ে নজর কেড়েছেন লুঙ্গি এনগিদি, ইয়ানসেন ও মহারাজ। বোলিংয়ে ইয়ানসেন ও মুল্ডারের পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেয়।

ক্লাসেন ৪১ বলে ফিফটি করেন, যা টানা ছয় ম্যাচে তার অর্ধশতক।
অধিনায়ক বাভুমা ও ডি জর্জির অনুপস্থিতিতে ভ্যান ডার ডুসেন ও ক্লাসেন ১২৭ রানের জুটি গড়েন। ক্লাসেন ৪১ বলে ফিফটি করেন, যা টানা ছয় ম্যাচে তার অর্ধশতক। ডুসেন ৭২ বলে ফিফটি পূর্ণ করেন।
ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছালেও প্রতিপক্ষ নিশ্চিত হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পর। তারা ভারতকে পেলে খেলবে দুবাইয়ে, আর নিউজিল্যান্ড হলে খেলবে লাহোরে।