বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫

সিইসি ও নির্বাচন কমিশনারদের জন্য বিশেষ নিরাপত্তা, মাঠপর্যায়ের ইসি অফিসে পুলিশ মোতায়েন

নির্বাচনী সময়সূচি ঘোষণার পর কমিশন সদস্যদের নিরাপত্তা জোরদার এবং সারা দেশে ইসির কার্যালয় সুরক্ষায় পুলিশকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

by ঢাকাবার্তা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন সিইসি। টেলিভিশন থেকে নেয়া ছবি।

স্টাফ রিপোর্টার ।। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন, চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়ে পুলিশকে চিঠি পাঠানো হয়েছে।

ইসি সূত্র জানায়, আজ শনিবার পৃথক দুটি চিঠির মাধ্যমে এসব নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বিশেষ নিরাপত্তা প্রয়োজন। বর্তমানে সিইসির জন্য গাড়িসহ পুলিশি নিরাপত্তা থাকলেও নির্বাচনকালীন সময়ে অতিরিক্ত আরও একটি গাড়িসহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

  • সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
  • নির্বাচনকালীন সময়ে সিইসির জন্য অতিরিক্ত গাড়িসহ পুলিশি নিরাপত্তা
  • কমিশনার ও ইসি সচিবের বাসভবন ও অফিস যাতায়াতে সার্বক্ষণিক নিরাপত্তা
  • সারা দেশের মাঠপর্যায়ের ইসি কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ
  • লক্ষ্মীপুর ও মঠবাড়িয়ায় নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনার পর সিদ্ধান্ত

এ ছাড়া চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন, অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) পাঠানো চিঠিতে সারা দেশের মাঠপর্যায়ের ইসির কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সময়সূচি ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ পরিপ্রেক্ষিতে সারা দেশে মাঠপর্যায়ের ইসির কার্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net