রবিবার, মার্চ ১৬, ২০২৫

গ্রামকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন অসম্ভব: ড. মঈন খান

by ঢাকাবার্তা

কাপাসিয়া প্রতিনিধি ।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার অনেক উন্নয়ন করেছে, কিন্তু তা মানুষের প্রকৃত উন্নয়ন নয়। গ্রামীণ জনগোষ্ঠীকে অবহেলিত রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। রাজধানীকে তিলোত্তমা করলেও গ্রাম উন্নয়নবঞ্চিত থাকলে অর্থনৈতিক অগ্রগতি টেকসই হবে না।

মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সময়ের আলো’র সাংবাদিক সাব্বির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছিল। পরিকল্পনামন্ত্রী থাকার সময় তিনি গ্রামীণ উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেন, “গ্রামকে নষ্ট করা যাবে না, প্রকৃতিকে রক্ষা করতে হবে। একটি গাছ কাটলে ১০টি গাছ লাগাতে হবে।”

শীতবস্ত্র বিতরণ করছেন ডঃ. আব্দুল মঈন খান

শীতবস্ত্র বিতরণ করছেন ড. আব্দুল মঈন খান

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহার করা জরুরি। কিছু নেতা লোভ ও ক্ষমতার লালসায় দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ড. মঈন খান। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে গাজীপুরের কালীগঞ্জের বরাইয়া পশ্চিমপাড়া গ্রামে হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, “আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি, আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। উপহার হিসেবে কম্বল এনেছি, যা শীতে আপনাদের কাজে লাগবে।”

সেখানে তিনি মসজিদের ইমাম ও স্থানীয় মুরুব্বিদের সঙ্গেও মতবিনিময় করেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net