বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

‘তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল’

দেশ ও রাজনীতির প্রতি তাঁর দায়বদ্ধতা এবং ন্যায়বিচারের প্রতি অবিচল বিশ্বাস তাঁকে প্রতিটি মামলায় লড়াই করতে অনুপ্রাণিত করছে।

by ঢাকাবার্তা
তারেক রহমান। ছবি : হেনরি নিকোলস

স্টাফ রিপোর্টার।। 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ তার বিরুদ্ধে হওয়া ৮৪টি মামলার মধ্যে ৩৮টি ইতোমধ্যে খারিজ বা বাতিল হয়েছে। সম্প্রতি তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন, যা দলটির আইনজীবীদের মতে ন্যায়বিচারের প্রতিফলন।

বিএনপি’র আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “তারেক রহমান মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর বিরুদ্ধে আইনি লড়াই করে ন্যায়বিচার পাচ্ছেন। তার বিরুদ্ধে বর্তমানে বাকি থাকা চারটি মামলাও তিনি আইনগত প্রক্রিয়ায় মোকাবিলা করবেন। এটি প্রমাণ করে, তিনি সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল।”

২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়া তারেক রহমান জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই লন্ডনে অবস্থান করছেন। তবে দেশ ও রাজনীতির প্রতি তাঁর দায়বদ্ধতা এবং ন্যায়বিচারের প্রতি অবিচল বিশ্বাস তাঁকে প্রতিটি মামলায় লড়াই করতে অনুপ্রাণিত করছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net