স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএলের উদ্বোধনী দিনে টিকিট নিয়ে দর্শকদের বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকেরা আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেন। এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দেন তাঁরা।
টিকিট বিতরণে বিসিবির অব্যবস্থাপনা
বিসিবি গতকাল রোববার ঘোষণা দেয়, টিকিট মিরপুর স্টেডিয়ামের বুথে নয়, পাওয়া যাবে অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। তবে দর্শকেরা সেখানে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিপেটার প্রয়োজন হয়।
পরিস্থিতি ক্রমে শান্ত
দুর্বার রাজশাহীর টিম বাস ৪ নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও বেলা দেড়টায় দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের মধ্যে ম্যাচ শুরুর আগে দর্শকদের অসন্তোষ দমন করা একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

শেরেবাংলার আশপাশে বিশৃঙ্খল দৃশ্য
টিকিট বিতরণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ
বিসিবি টিকিটের দাম ২০০ থেকে ২ হাজার টাকা নির্ধারণ করে এবং জানায়, টিকিট মধুমতি ব্যাংকের সাতটি শাখায় এবং অনলাইনে পাওয়া যাবে। কাল সন্ধ্যা পর্যন্ত বিক্রি চললেও পর্যাপ্ত টিকিট না থাকায় দর্শকদের ক্ষোভ বেড়ে যায়। আজ সকাল ১০টায় পুনরায় টিকিট বিক্রি শুরু হয়।
পূর্বের অস্থিরতার সূত্রপাত
গতকালও টিকিটপ্রত্যাশী দর্শকেরা টিকিট বিতরণে অব্যবস্থাপনার অভিযোগে বিক্ষোভ করেন। স্টেডিয়ামের ২ নম্বর গেট জোর করে খুলে দর্শকেরা স্টেডিয়াম কমপ্লেক্সে ঢুকে পড়েন। পরে বিসিবি টিকিটের তথ্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
আজকের সূচি
বেলা দেড়টায় দুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশাল এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ অনুষ্ঠিত হবে।