শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

চকবাজার থানা আ.লীগ নেতা হাজী রাডো গ্রেফতার

by ঢাকাবার্তা
হাজী সিরাজুল ইসলাম রাডো

স্টাফ রিপোর্টার ।। 

ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে পুরান ঢাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হাজী রাডো ওরফে সিরাজুল ইসলাম রাডোকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এই নেতা চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

গ্রেফতার সংক্রান্ত তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে চকবাজার এলাকা থেকে সিরাজুল ইসলাম রাডোকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে ডিসি তালেবুর রহমান জানান, ৫ আগস্ট সকালে রাজধানীর চানখারপুল মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অসংখ্য ছাত্র ও জনতা অংশ নেন। হোসেনী দালান এলাকার একটি কারখানার কর্মী মো. রাকিব হাওলাদারও আন্দোলনে শামিল হন। কিন্তু, আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রমণ চালায়। হামলার সময় ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হলে রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিবের বাবা মো. জাহাঙ্গীর হোসেন চকবাজার থানায় মামলা দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে সিরাজুল ইসলাম রাডোকে গ্রেফতার করা হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net