বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ঢাবিতে ‘জুলাই অভ্যুত্থানের স্মৃতির লড়াই : তথ্যচিত্র প্রদর্শনী’

by ঢাকাবার্তা
জুলাই অভ্যুত্থানের স্মৃতির লড়াই: তথ্যচিত্র প্রদর্শনী

ঢাবি প্রতিনিধি ।। 

জুলাই গনঅভ্যুত্থানের ছবি ও ভিডিওচিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এক তথ্যচিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় ‘জুলাই অভ্যুত্থানের স্মৃতির লড়াই : তথ্যচিত্র প্রদর্শনী’ নামে এ আয়োজন করে জাস্টিস ফর জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রদর্শনীতে আন্দোলন চলাকালীন বিভিন্ন কর্মসূচী, আন্দোলনকারীদের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নির্যাতন ও নৃশংশতার চিত্র ছবি ও ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়। প্রদর্শনী চলাকালে আওয়ামী নৃশংসতার চিত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকেরা। এসময় তারা এসব স্মৃতির যথাযথ সংরক্ষণ ও নৃশংসতার সাথে সম্পৃক্তদের দ্রুত বিচারের দাবি করেন।

জুলাই অভ্যুত্থানের স্মৃতির লড়াই: তথ্যচিত্র প্রদর্শনী

জুলাই অভ্যুত্থানের স্মৃতির লড়াই: তথ্যচিত্র প্রদর্শনী

প্রদর্শনীর আয়োজক আব্দুল্লাহ আল মোস্তাকিম বলেন, আমরা ইতোমধ্যে আমাদের শহীদদেরকে ভুলে যেতে শুরু করেছি। তাদের স্মৃতিগুলো যেনো বিস্মৃত না হয় সরকারকে সেই ব্যবস্থা নিতে হবে। অপর আয়োজক খালেদ সাইফুল্লাহ বলেন, স্মৃতির যথাযথ সংরক্ষণ করা না হলে শহীদের রক্ত বৃথা যাবে। ভবিষ্যত প্রজন্মকে সঠিক ইতহাস জানাতে আওয়ামী লীগের নৃশংতার চিত্রগুলোর সংরক্ষণ ও জনসম্মুখে উপস্থাপন জরুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় আহ্বায়ক আরেফিন মোহাম্মদ, সদস্য সচিব অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন, সদস্য নাঈম আহম্মেদ প্রমুখ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net