মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

by ঢাকাবার্তা
আন্তোনিও গুতেরেস ও মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এ সফরে তিনি রোহিঙ্গা সংকট এবং মানবাধিকার ইস্যুতে আলোচনা করবেন। শুক্রবার সকাল ৯টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক হবে। সকাল ১০টায় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আন্তোনিও গুতেরেস ও মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

আন্তোনিও গুতেরেস ও মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

শুক্রবার বিকেলে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উদ্যোগে আয়োজিত এই ইফতার পার্টিতে শরণার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি রোহিঙ্গা সংকটের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন গুতেরেস।

প্রায় সাত বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘ মহাসচিব। তার সফরে রোহিঙ্গা সংকট এবং মানবাধিকার ইস্যু অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net