স্টাফ রিপোর্টার ।।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, ৭-৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।
গতকাল ঢাকায় নবনিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত আলি তুনইয়ান আবদুল ওয়াহাব হামাদাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অভিবাসী কল্যাণ নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে, বিশেষ করে হালাল খাদ্য শিল্প সম্ভাবনাময় খাত। তিনি যৌথভাবে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনে কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানান এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতার পরামর্শ দেন।
কুয়েতি রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দেন।