শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

জুরিখ থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে সম্মেলনে ৪৭টি ইভেন্টে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস।

by ঢাকাবার্তা
ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার ।। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের ব্যস্ত সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার বিকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে তিনি এবং তার সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে জুরিখ বিমানবন্দর ত্যাগ করেন। দুবাই হয়ে শনিবার বিকাল ৫টা ৭ মিনিটে ঢাকায় অবতরণ করেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে গিয়েছিলেন তিনি। সম্মেলনে ৪৭টি ইভেন্টে অংশ নেন, যেখানে চারজন রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রী, জাতিসংঘের ১০ জন শীর্ষ কর্মকর্তা, ১০টি বৈশ্বিক প্রতিষ্ঠানের সিইও এবং বিভিন্ন মিডিয়ার সঙ্গে সাক্ষাৎ অন্তর্ভুক্ত ছিল।

সফরের প্রথম দিনে তিনি সাতটি প্রোগ্রামে যোগ দেন, যার মধ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা এবং থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাৎ উল্লেখযোগ্য।

দ্বিতীয় দিনে ১৪টি প্রোগ্রাম এবং সাইড ইভেন্টে অংশগ্রহণ করেন। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকদি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠক করেন।

তৃতীয় দিনে মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, ডিপি ওয়াল্ডের গ্রুপ চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ডের সঙ্গে বৈঠক করেন।

সফরের শেষ দিনে ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের একাধিক অনুষ্ঠানে যোগ দেন এবং জলবায়ু হাবের এক ইভেন্টে ভাষণ দেন। তিনি আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আমের আলিরেজার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা গত সোমবার রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এবং মঙ্গলবার বিকাল ৫টা ২৫ মিনিটে জুরিখ বিমানবন্দরে পৌঁছান।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net