সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বসুন্ধরার সামনে রাস্তায় সস্ত্রীক ইফতার করলেন ডিএমপি কমিশনার

by ঢাকাবার্তা
বসুন্ধরা সিটির সামনে রাস্তায় সস্ত্রীক ইফতার করছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

স্টাফ রিপোর্টার ।।

গতকাল শনিবার (১৫ মার্চ ২০২৫) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এবং তাঁর সহধর্মিণী রাহেনা সুলতানা বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে ইফতার করেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজানে কর্মব্যস্ত মানুষ যেভাবে আপনজনের সাথে ইফতার করতে বাসায় ফিরে যান, ঠিক তেমনি জনসাধারণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদেরও অনেক সময় দায়িত্বস্থলে বা সড়কে ইফতার করতে হয়।

ইফতারের প্রাক্কালে

ইফতারের প্রাক্কালে

এদিকে, রাহেনা সুলতানা বাসা থেকে ইফতারি নিয়ে আসেন এবং নিজ হাতে পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করেন। ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করে তাদের কর্তব্যে অনুপ্রাণিত করেন এবং মহানগরবাসীর নিরাপত্তায় নিবেদিত থাকার জন্য উৎসাহিত করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net