ডেস্ক রিপোর্ট ।।
ফাঁস হওয়া নথি সত্যি প্রমাণ করে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এর মাধ্যমে ব্যালন ডি’অর না জেতার হতাশা কিছুটা ঘুচেছে তাঁর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে থেকেই ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে অনেকে অনুমান করেছিলেন যে, এবার ভিনিই সেরা।
২০২৩–২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভিনিসিয়ুস। রিয়ালের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। এর মাধ্যমে রোমারিও, রোনালদো, রোনালদিনিও, কাকা, রিভালদোর পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে ফিফা দ্য বেস্ট জিতলেন তিনি।
২০০৭ সালে কাকার পর এই পুরস্কার জেতা প্রথম ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস। তাঁর এই সাফল্যে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফুটবলে আনন্দের আবহ ছড়িয়েছে।