টঙ্গী প্রতিনিধি ।।
শিল্পনগরী টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার সকালে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। মুসল্লিদের ঢল ইতোমধ্যে ইজতেমা ময়দানে পৌঁছাতে শুরু করেছে, যা আখেরি মোনাজাত পর্যন্ত অব্যাহত থাকবে।
আজ ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। আয়োজকরা জানিয়েছেন, বিশ্বের ৫০টিরও বেশি দেশের প্রায় ১০-১৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশ নেবেন।
ইজতেমার আয়োজক কমিটির অন্যতম মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জানান, গতকাল বিকাল পর্যন্ত ৭২টি দেশের ২,১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে পৌঁছেছেন। দেশি-বিদেশি ইসলামী চিন্তাবিদরা ঈমান, নামাজ, এলেম, জিকির, একরাম, নিয়ত, দাওয়াত ও তাবলীগের বিষয়ে বয়ান করবেন। মূল বয়ানের পাশাপাশি বিভিন্ন ভাষায় তরজমা করা হবে।
প্রথম পর্ব শেষে সোমবার থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে এবং বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। দেশ-বিদেশের মুসল্লিদের জন্য ১৬০ একরজুড়ে প্রস্তুত করা বিশাল ইজতেমা ময়দানে শান্তিপূর্ণভাবে আমল-আখলাক ও বয়ান শোনার ব্যবস্থা রাখা হয়েছে।