সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

শহীদ পরিবারগুলোর কাছে ক্ষমা চাইলেন আইজিপি

আইজিপির ক্ষমা চাওয়াকে শহীদ পরিবারের সদস্যরা স্বাগত জানালেও তাঁরা জোর দাবি জানিয়েছেন, হত্যার নির্দেশদাতা ও গুলিবর্ষণে সরাসরি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

by ঢাকাবার্তা
বাহারুল আলম

স্টাফ রিপোর্টার ।। 

শহীদ পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চেয়ে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, “ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় পুলিশের কিছু সদস্য আইন ভঙ্গ করেছেন। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ড নিন্দনীয়।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের চার মাস পর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। এটি ছিল আইজিপি হিসেবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

আইজিপির ক্ষমা চাওয়াকে শহীদ পরিবারের সদস্যরা স্বাগত জানালেও তাঁরা জোর দাবি জানিয়েছেন, হত্যার নির্দেশদাতা ও গুলিবর্ষণে সরাসরি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেছেন, “কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া মানবিক, তবে গণহত্যার সঙ্গে জড়িতদের ক্ষমা পাওয়া উচিত নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে।”

ঢাকার উত্তরায় নিহত এসএসসি পরীক্ষার্থী নাঈমা সুলতানার মা আইনুন নাহার বলেন, “পুলিশ এখন ক্ষমা চাইছে, কিন্তু এত মানুষ হত্যার পর আমরা কি তাদের ক্ষমা করে দেব? আমার মেয়েকে বাসার বারান্দায় টার্গেট করে হত্যা করা হয়েছে। আমি বিচার চাই।”

অপরাধীদের শনাক্তকরণ ও বিচার

আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, গুলিবর্ষণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। যাঁদের নাম এসেছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। দোষ প্রমাণ হলে তাঁদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, “দেড় হাজার মানুষের মৃত্যু এ অঞ্চলের ইতিহাসে নজিরবিহীন।”

নিরপরাধদের হয়রানি নয়

আইজিপি আশ্বস্ত করেছেন, “তদন্ত ছাড়া কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না। নিরীহ ব্যক্তিদের অভিযোগ থেকে মুক্তি দিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।”

পুলিশের মনোবল ফিরিয়ে আনা ও নতুন পরিকল্পনা

আইজিপি বলেন, “পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনতে কাজ চলছে। জনগণের আস্থা ফেরাতে তাঁদের পেশাদারিত্ব এবং বিনয়ী আচরণ জরুরি। কোনো দুর্নীতি বা অসদাচরণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”

আগামী নির্বাচনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পুলিশ প্রস্তুত বলে জানান তিনি।

সংশ্লিষ্ট মনিটরিং কমিটি গঠন

মামলার সঠিক তদন্ত নিশ্চিত করতে বিভাগভিত্তিক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, “প্রতিটি থানায় এই কমিটি মামলার তদন্তের নির্দেশনা দেবে।”

পুলিশের প্রতি আহ্বান

আইজিপি বাহারুল আলম বলেন, “আমাদের দায়িত্ব হলো দেশের আইনশৃঙ্খলা রক্ষা করে জনগণের আস্থা অর্জন করা।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net