রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ঢাকা আলিয়ার মাঠে অস্থায়ী আদালতের এজলাসে অগ্নিসংযোগ

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানী বকশী বাজারের ঢাকা আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী আদালতের এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ঘটনাটি ঘটে, যার ফলে বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের বিচারকাজ স্থগিত করা হয়েছে।

সরজমিনে দেখা যায়, এজলাস কক্ষের সমস্ত আসবাবপত্রসহ সব কিছু পুড়িয়ে দেয়া হয়েছে। বিচারপতি ইব্রাহিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে বিচারকাজ চালানোর মতো কোনো পরিবেশ নেই।

অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা সকাল থেকে সড়ক অবরোধ করেছে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শিক্ষার্থীরা আশপাশের সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে, যার ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

২০০৯ সালের বিডিআর বিদ্রোহে ৭৪ জন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়। বিচার চলমান থাকলেও বিস্ফোরক মামলায় ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।

এই প্রতিবাদ ও অগ্নিসংযোগে কীভাবে বিচারকাজ পুনরায় শুরু করা হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net