বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

দেশের মানুষ ছাত্রদের ওপর ভরসা করে : প্রধান উপদেষ্টা

by ঢাকাবার্তা
বৈঠক শেষে ছাত্রদের সঙ্গে প্রধান উপদেষ্টা।

বিশেষ প্রতিনিধি ।। 

জাতীয় ঐক্যের আহ্বানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “দেশের মানুষ ছাত্রদের ওপর ভরসা করে। এই বিশ্বাস ধরে রেখো।” আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ব্যক্তিরা
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে:

  • আহ্বায়ক: হাসনাত আবদুল্লাহ
  • সদস্য সচিব: আরিফ সোহেল
  • মুখ্য সংগঠক: আবদুল হান্নান মাসউদ
  • মুখপাত্র: উমামা ফাতেমা
  • অন্যান্য ছাত্রনেতা

২. জাতীয় নাগরিক কমিটি থেকে:

  • আহ্বায়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী
  • সদস্য সচিব: আখতার হোসেন
  • মুখপাত্র: সামান্তা শারমিন
  • সদস্য: সারজিস আলম

৩. সরকারের পক্ষে:

  • উপদেষ্টা: মাহফুজ আলম
  • তথ্য উপদেষ্টা: নাহিদ ইসলাম

মূল আলোচ্য বিষয়
ছাত্রনেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবি জানান। এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “তোমরা রাষ্ট্রের অভিভাবক, তোমাদের ভূমিকা অপরিসীম। আমাদের একসঙ্গে কাজ করে দেশের সব সমস্যার সমাধান করতে হবে।”

জাতীয় ঐক্যের অংশ হিসেবে আগামীকাল বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে বলে জানানো হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net