স্পোর্টস রিপোর্টার ।।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে পরিচালকের পদ হারানোর পর বিসিবি সভাপতির পদ থেকেও বিদায় নিতে হলো সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। তার জায়গায় এখন বোর্ডের নেতৃত্বে এসেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
গত ২৯ মে পরিচালকদের অনাস্থার ভিত্তিতে ফারুক আহমেদকে বিসিবি পরিচালক পদ থেকে সরিয়ে দেয় এনএসসি। এর মাধ্যমে তার সভাপতির পদও বাতিল হয়। পরদিন শুক্রবার এনএসসি নতুন প্রজ্ঞাপনে সাবেক অধিনায়ক ও আইসিসির সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক মনোনীত করে। সেদিনই পরিচালকদের ভোটে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন।
সরকার বদলের ধারাবাহিকতায় বিসিবির নেতৃত্বেও এ পরিবর্তন এলো। গত বছর ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ক্ষমতায় পরিবর্তন ঘটে। এ পরিবর্তনের পর বিসিবিতে ফারুক আহমেদের নিয়োগ হয়েছিল, এবার দায়িত্ব পেলেন আমিনুল।

১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী ১২টি দেশের অধিনায়কদের একটি ঐতিহাসিক গ্রুপ ফটো। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তোলা ছবিতে (পেছনের সারি, বাঁ থেকে) আলিস্টার ক্যাম্পবেল (জিম্বাবুয়ে), হ্যান্সি ক্রোনিয়ে (দক্ষিণ আফ্রিকা), আসিফ করিম (কেনিয়া), স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড), স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া), ওয়াসিম আকরাম (পাকিস্তান); (সামনের সারি) আমিনুল ইসলাম বুলবুল (বাংলাদেশ), মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত), অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড), অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলঙ্কা), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), এবং জর্জ স্যালমন্ড (স্কটল্যান্ড)।
১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি জন্ম নেওয়া বুলবুল দেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম। তিনি বাংলাদেশের অভিষেক টেস্টেই (২০০০ সালে ভারতের বিপক্ষে) ১৪৫ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে মোহামেডানের হয়ে দীর্ঘদিন খেলেছেন, পরে বিমানেও খেলেছেন। জাতীয় দলে ফর্মে থেকেও নির্বাচকদের নীতির কারণে বাদ পড়েন এবং পরে অভিমান করে অবসর নেন। এরপর চলে যান অস্ট্রেলিয়ায়, কোচিংয়ের কাজ করেন। আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগে যুক্ত ছিলেন বহু বছর। বর্তমানে আবাহনী লিমিটেডের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখযোগ্য অর্জন:
- বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান
- দেশের প্রথম টেস্ট অধিনায়ক
- আন্তর্জাতিক ক্রিকেট উন্নয়নে আইসিসির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ
- দীর্ঘ কোচিং ক্যারিয়ার এবং বিদেশে প্রশিক্ষণ গ্রহণ
ক্রিকেটের মাঠে যেমন নেতৃত্ব দিয়েছেন, এবার বোর্ড কক্ষেও নেতৃত্ব দিতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের নতুন পথচলায় তার অভিজ্ঞতা ও দূরদর্শিতাই হতে পারে বড় সম্পদ।