স্টাফ রিপোর্টার ।।
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ (BAJP) নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির আহ্বায়ক হয়েছেন তিনি নিজেই, আর সদস্যসচিবের দায়িত্ব নিয়েছেন ফাতিমা তাসনিম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শুভেচ্ছা বক্তব্যে রফিকুল আমীন দলের নাম ঘোষণা করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ড. রফিকুল আমীন
ড. রফিকুল আমীন শুধু ডেসটিনি গ্রুপ নয়, তিনি বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রকল্প সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুদকের দুটি মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান।
ফাতিমা তাসনিম চলতি সপ্তাহের রোববার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে রফিকুল আমীনের নেতৃত্বাধীন BAJP-তে যোগ দিয়ে সদস্যসচিবের দায়িত্ব গ্রহণ করেন।