লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় সমাবেশে যাওয়ার প্রস্তুতি নেওয়া ৩ শতাধিক নারী-পুরুষ-কিশোর-কিশোরীকে স্থানীয়রা আটকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে। রোববার (২৪ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামক একটি সংগঠন ঢাকায় সমাবেশে উপস্থিতির জন্য প্রলুব্ধ করে প্রত্যেকের কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে সুদমুক্ত ঋণের আশ্বাস দেয়। এ ঘটনার সময় পুলিশ ও সেনাবাহিনী ৩টি বাস এবং ৪টি মাইক্রোবাস জব্দ করে এবং ১১ জনকে আটক করে।
কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, তারা ঢাকায় ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’-এর ব্যানারে সমাবেশ করার পরিকল্পনা করেছিল। হতদরিদ্র মানুষদের সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে সংগঠিত করা হয়। মূল হোতারা এখনো ধরা পড়েনি।”
আটকদের মধ্যে বেশ কয়েকজন জানিয়েছেন, স্থানীয় একটি চক্র তাদের ঢাকায় সমাবেশে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করে এবং ঋণপ্রত্যাশীদের টোকেন দেয়। তারা জানায়, ঢাকায় গিয়ে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর দাবি জানানো হবে এবং সেখান থেকে তাদের জন্য ঋণ নিশ্চিত করা হবে।
এ বিষয়ে স্থানীয়রা সতর্ক থাকায় পরিস্থিতি বড় ধরনের সংঘাত ছাড়াই নিয়ন্ত্রণে আসে।